ওয়েব ডেস্ক: বিশাখাপত্তনমে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নাকানি চোবানি খেতে হয় দমকল বাহিনীকে। কাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ হঠাতই আগুন লেগে যায় বায়ো ডিজেল তৈরির একটি কারখানায়। সঙ্কট বাড়ায় বায়োম্যাক্স ফুয়েলের কারখানায় মজুত প্রচুর দাহ্য পদার্থও। তরল জ্বালানি থাকায়  মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। ভস্মীভূত হয় দাঁড়িয়ে থাকা একাধিক ট্যাঙ্কারও।


সন্ধে থেকে একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌছলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ চালিয়ে যাচ্ছে দমকলের ৪০টিরও বেশি ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে নৌসেনাও। তবে অগ্নিকাণ্ডে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।