নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। দিল্লির পর এবার পঞ্জাবের অমৃতসর। বিধ্বংসী অগ্নিকাণ্ড শহরের গুরু নানকদেব হাসপাতালে। কালো ধোঁয়ায় রোগীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়াল। তবে কেউ হতাহত হননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দমকল সূত্রে খবর, ঘড়িতে তখন ৬টা। এদিন সকালে গুরু নানকদেব হাসপাতালের রেকর্ড রুমে ট্রান্সফরমায় আগুন লেগে যায়। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে। তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। হাসপাতালে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন অনেকেই।


 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন এখন নিয়ন্ত্রণে। কেউ হতাহতও হননি। তবে, হাসপাতালের রেকর্ড রুমে যাবতীয় নথিও ভষ্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।


আরও পড়ুন: Mundka Fire: বিধ্বংসী আগুন দিল্লির মুন্ডকায়, পাওয়া গেল মানুষের পোড়া দেহাবশেষ; মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা


এদিকে গতকাল, শুক্রবার রাতে পশ্চিম দিল্লির  মুন্ডকা মেট্রো স্টেশনের একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ঝলসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। বাড়িটির দোতলা থেকে পাওয়া গিয়েছে বহু মানুষের পুড়ে যাওয়া দেহাবশেষ। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)