ওয়েব ডেস্ক : পাহাড়ি রাস্তায় ধস। থমকে গেল চারধাম যাত্রা। আটকে পড়েছেন প্রায় ১৫ হাজার যাত্রী। আজ বিকেলে বিষ্ণুপ্রয়াগের কাছে হাতিপর্বত এলাকায় ভয়াবহ ধস নামে। বোল্ডারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০ মিটার এলাকা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হৃষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে ৬০ মিটার রাস্তার ক্ষতি হয়েছে। আটকে পড়েছে প্রায় ১৫০ গাড়ি। ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিস ও বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মীরা। বদ্রীনাথ থেকে তীর্থযাত্রীদের নেমে আসতে বারণ করা হয়েছে। বদ্রীনাথের পথে নানা জায়গায় আটকে পড়েছেন অসংখ্য তীর্থযাত্রী। তবে, ধসের কারণে হতাহতের কোনও খবর নেই, জানিয়েছেন চামোলির জেলাশাসক।


আরও পড়ুন, প্রবল তাপপ্রবাহে তেলেঙ্গানায় মৃত কমপক্ষে ১৬৭