জাতীয় সড়কে ধস, চোখের সামনে চাপা পড়ল ৭টি গাড়ি, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক: চণ্ডীগড় সিমলা হাইওয়েতে ভয়াবহ ধস। মাটি - পাথরের স্তূপের নীচে চাপা পড়ল সাতটি গাড়ি। বরাত জোরে আহত হননি কেউ।
ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভাট্টাকুফেরে ধাল্লি সুড়ঙ্গের কাছে রাস্তার ওপর ধসে পড়ে পাহাড়ের একটি অংশ। সেই সমস্ত রাস্তার পাশে রাখা ছিল সাতটি গাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে সেগুলি। প্রবল বর্ষণেই পাহাড়ে ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয়রা জানিয়েছেন, তিন দিন ধরে টাকা বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। ঘটনাস্থল থেকে ৩ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধসের জেরে চণ্ডীগড় - সিমলা হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় গাড়িগুলিকে।