নিজস্ব প্রতিবেদন:  নিজের রাস্তা সাফ করে নিলেন বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী।
রবিবার বহেনজি দলের নেতাদের জানিয়ে দিলেন, আগামী ২০-২২ বছর দলের সভাপতি হওয়ার কোনও স্বপ্ন যেন কেউ না দেখেন। কারণ আগামী ২ দশক ওই পদে বহাল থাকবেন তিনিই। যতদিন না তিনি কাজ করতে অক্ষম হয়ে পড়বেন ততদিন তিনিই থাকবেন দলের প্রধান। তবে দলে যে পরিবারতন্ত্র চলবে না তাও তিনি জানিয়ে দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নিপা নয়, স্বস্তির মধ্যেও সফিকুলের সংক্রমণ নিয়ে ধোঁয়াশা


লখনউয়ে এদিন এক দলীয় সভায় নেতৃত্বে বেশকিছু পরিবর্তনের কথা ঘোষণা করেন মায়াবতী। পাশাপাশি এদিন তিনি ঘোষণা করেন, আসন সমঝোতা না হলে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বসপা নিজেই রাজ্যের সব আসনে প্রার্থী দেবে।
দলে পরিবারতন্ত্রের ছায়া পড়ছে এমন অভিযোগ উড়িয়ে দেন মায়াবতী। বলেন, ‘সংবাদ মাধ্যমে এমন কথা শোনা যাচ্ছে কংগ্রেসের মতো বসপাতেও পরিবারতন্ত্রকে মদত দেওয়া হচ্ছে। কিন্তু আমার ভাই নিজেই জানিয়েছেন তিনি দলে সাধারণ কর্মীর মতোই কাজ করবেন। ফলে দলে পরিবারতন্ত্রের কোনও ব্যাপারই নেই।’


আরও পড়ুন-চেন্নাই-হায়দরাবাদ হাইভোল্টেজ ফাইনাল, জেনে নিন দু'দলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য


সম্প্রতি দলের সংবিধানের বেশকিছু বদল এনেছেন মায়াবতী। এ ব্যাপারে তিনি বলেন, ‘দলের নতুন প্রেসিডেন্ট তখনই নির্বাচন হবে তখন আমি বয়সের কারণে মাঠে নেমে কাজ করতে পারব না। একইসঙ্গে দলের প্রেসিডেন্টের কোনও আত্মীয়ই দলের কোনও গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। এমন নিয়ম করা হয়েছে।’