নিজস্ব প্রতিবেদন: খলিস্তানি জঙ্গি জসপাল আটওয়ালকে ভারতের ভিসা দিল কে? এনিয়ে কার্যত অন্ধকারে বিদেশমন্ত্রক। দায়সারা জবাব দিয়েছেন সুষমা স্বরাজের মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায়,''তাঁর উপস্থিতি ও ভিসা- দুটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কানাডা ইতিমধ্যেই জানিয়েছে, তারা আমন্ত্রণ জানায়নি। আর ভিসা কীভাবে দেওয়া হল, তা জানি না। আমরা দূতাবাসে খোঁজ নিয়ে দেখছি।'' শুধু এটাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দারাই দাবি করেছিলেন, দিন কয়েক আগে মুম্বই ঘুরে গিয়েছেন দাউদ ইব্রাহিমের স্ত্রী।   

 

সাত দিনের ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর আতিথেয়তায় নৈশভোজের ব্যবস্থা করেছেন ভারতে কানাডার রাষ্ট্রদূত নাদির প্যাটেল। সেই নৈশভোজে আমন্ত্রণ পাঠানো হয়েছিল জসপাল আটওয়ালকে। বিদেশমন্ত্রকের সাফাই,''আটওয়াল কীভাবে ভারতে আসল, তা খতিয়ে দেখছি আমরা। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই জানতে পারব। তার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না।''বিরোধীদের খোঁচা, নীরব মোদী, বিজয় মালিয়ারা দেশ ছেড়ে পালাচ্ছে। ভিসা পাচ্ছে জঙ্গি। অথচ কিছুই জানে না মোদী সরকার। 


           

বস্তুত, সাম্প্রতিকাকালে একাধিক ঘটনায় মুখ পুড়েছে মোদী সরকারের। খলিস্তানি জঙ্গির ভিসা তার নতুন সংযোজন। হাজার হাজার কোটি টাকার ধার করে বিদেশে অনায়াসে পালিয়ে গিয়েছেন বিজয় মালিয়া ও নীরব মোদী। দেশ ছাড়ার পর তাঁদের দুর্নীতি প্রকাশ্যে এল। দিন কয়েক আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মুম্বইয়ে ঘুরতে এসেছিলেন দাউদের স্ত্রী। প্রশ্ন উঠছে, গোয়েন্দা সংস্থাগুলি করছে কী? দেশের নিরাপত্তাই তো প্রশ্নের মুখে পড়ছে। খলিস্তানি জঙ্গিও ভিসা পেয়ে যাচ্ছেন! অনেকের কটাক্ষ, এরপর পাক জঙ্গিরাও ভিসা নিয়ে এদেশে হামলা চালাতে আসবে। আর নিয়ন্ত্রণরেখা পেরানোর কষ্ট করতে হবে না।