নিজস্ব প্রতিনিধি: বিদেশের পর এবারেও কি এদেশেও মাথা ও মুখ ঢাকার ওড়ানা নিষিদ্ধ করা শুরু হল? এমনই ফরমান জারি করল মেরঠের একটি বিশ্ববিদ্যালয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছাত্রীদের হেডস্কার্ফ পরে ক্যাম্পসে আনা নিষিদ্ধ করল মেরঠের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের অনেকেই ওড়না দিয়ে মুখ ঢেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। এখানেই আপত্তি কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরের লোকজনের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



আরও পড়ুন-কেন ভেঙে পড়ল মোদীর সভামঞ্চ? জি ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে ফাঁস হল আসল কারণ


স্কার্ফ নিষিদ্ধ হওয়ায় প্রবল শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অলকা চৌধুরি এনিয়ে জানিয়েছেন, ‘ছাত্রী নয় এমন বহু মেয়েকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখা ‌যায়। এদের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’



আরও পড়ুন-নির্মাণ কোম্পানির দফতর থেকে উদ্ধার ১৬০ কোটি টাকা নগদ ও ১০০ কেজি সোনা


ইতিমধ্যেই মুখ ঢেকে আসা বহু বহিরাগতকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন অলকা চৌধুরি। তিনি আরও বলেন, ‘মুখ ঢাকা থাকায় এদের চিহ্নিত করা বেশ শক্ত হয়ে পড়ছিল। এদের ধরার পর তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। আপাতত মুখ-মাথা ঢাকার ওড়না নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম না মানলে পুলিস ঢাকা হবে।’


ছবি-প্রতীকী