ওয়েব ডেস্ক: তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রাখি সিস্টার’l গত ২২-২৩ বছর ধরে নাকি মোদীকে রাখি পরাচ্ছেন কামার মহসিন শেখl কিন্তু, কে এই কামার মহসিন শেখ জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কামার মহসিন শেখ পাকিস্তানের নাগরিকl বিয়ের পর পাকিস্তান থেকে ভারতে আসেন মহসিনl বিয়ের পর যখন পাকিস্তান থেকে ভারতে আসেন মহসিন, তখন তাঁর সঙ্গে পরিচয় হয় নরেন্দ্র মোদীরl ওই সময় থেকেই নাকি নরেন্দ্র মোদীকে রাখি পরানো শুরু করেন মহসিনl


প্রধানমন্ত্রীর পাকিস্তানি রাখি বোনের কথায়, ওই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একজন কর্মকর্তা ছিলেন নরেন্দ্র মোদীl আর ঠিক সেই সময় থেকেই নরেন্দ্র মোদীকে রাখি পরানো শুরু করেন মহসিন শেখ নামে ওই মহিলাl


সেই পুরনো স্মৃতিচারণ করে মহসিন শেখ বলেন, নরেন্দ্র ‘ভাইকে’ যখন প্রথম রাখি পরান, তখন আর পাঁচজন সাধারণ মানুষের মতই ছিলেন তিনিl এরপর তিনি প্রধানমন্ত্রী হনl তবে প্রধানমন্ত্রী হওয়ার পর বর্তমানে ব্যস্ত মানুষ নরেন্দ্র মোদীl তাই এবারও যে ‘পাকিস্তানি রাখি বোনের’ কাছ থেকে রাখি পরবেন বলে সময় বের করে নেবেন মোদী, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি মহসিন শেখl


মহসিন বলেন, রাখির ঠিক দু’দিন আগে প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করেনl এত ব্যস্ততার মাঝেও যে রাখি বন্ধন উত্সবের জন্য প্রধানমন্ত্রী ‘ভাই’ তার তোড়জোড় করছেন, তা জেনেই খুশি মহসিনl


দেখুন রাখি উপলক্ষ্যে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...