নিজস্ব প্রতিবেদন : কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় যোগ দেবেন না সোনিয়া ও রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচনের জন্য বসেছিল ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরে বৈঠক ছাড়েন পদত্যাগী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। পরে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এদিনের বৈঠকে দলের পরবর্তী সভাপতি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই রাত ৮টায় ফের বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আগামী সংসদ অধিবেশনে ধর্মান্তকরণ বিরোধী বিল আনতে পারে মোদী সরকার


এদিন সুরজেওয়ালা বলেন, বৈঠকে রাহুল গান্ধীর নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন প্রত্যেক সদস্য। তাঁকে পদত্যাগ প্রত্যাহারের অনুরোধ করেন তাঁরা। জানান, কেন্দ্রীয় সরকার যে ভাবে সংবিধান নিয়ে খেলা করছে, তার বিরোধিতায় রাহুল গান্ধীর লড়াকু নেতৃত্ব প্রয়োজন। কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে সিদ্ধান্তে অনড় থাকেন রাহুল। তিনি বলেন, প্রত্যেক কংগ্রেস কর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে থাকবেন তিনি। 


 



এর পরই নতুন সভাপতি বাছতে কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে ৫টি ছোট কমিটিতে ভাঙা হয়। প্রত্যেক কমিটিকে দলের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে রাত ৮টার মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রাত ৮টায় ফের বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। রণদীপ সুরজেওয়ালা বলেন, অচলাবস্থা কাটাতে আজই পরবর্তী সভাপতি বেছে নিতে অনুরোধ করেছেন রাহুল গান্ধী। ফলে রাত ৮টার পর যে কোনও ঘোষণা হতে পারে পরবর্তী কংগ্রেস সভাপতির নাম।