নিজস্ব প্রতিবেদন: অসম, মণিপুর ও অরুণাচল প্রদেশর পর কি মেঘালয়। বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে জোর জল্পনা ইতিউতি। গোটা দেশে ‌যে কয়েকটি রাজ্যে কংগ্রেসরাজ অবশিষ্ট রয়েছে তারই একটি মেঘালয়। সেই রাজ্যেও এবার 'কংগ্রেসমুক্ত' হতে চলেছে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছ সংখ্যাগরিষ্ঠ বুথ ফেরত সমীক্ষা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১০ বছর ধরে মেঘালয়ের ক্ষমতায় কংগ্রেস। সেই রাজ্যেই এবার কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ার জোরাল হয়েছে। মেঘালয়ে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে ৪৭টি আসনে লড়াই করছে বিজেপি। বলে রাখা ভাল, উত্তর-পূর্বে বিজেপির জোটসঙ্গী পিএ সাংমার এনপিপি। যদিও তারা আলাদা লড়াই করছে। সবকটি বুথফেরত সমীক্ষারই ইঙ্গিত, কংগ্রেসকে কড়া টক্কর দিচ্ছে এনপিপি। শূন্য থেকে বিজেপির আসন বেড়ে হতে পারে ৮-১২। ত্রিশঙ্কু বিধানসভা হলে এনপিপি ও বিজেপি হাত মিলিয়ে সরকার গঠন করতে পারে। 


তবে সব জল্পনার জবাব পেতে অপেক্ষা করতেই হবে শনিবার প‌র্যন্ত। 


আরও পড়ুন- প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলে টেনে নাগাল্যান্ডে অ্যাডভান্টেজ বিজেপি