ওয়েব ডেস্ক: দলিতের পাল্টা দলিত, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলিত রাজনীতিতে ভরসা রেখেই বিরোধী প্রার্থী হিসাবে লোকসভার প্রাক্তন অধ্যক্ষা তথা কংগ্রেস নেত্রী মীরা কুমারের নাম ঘোষণা করা হল। রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে আজ রাজধানীতে বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি।  সেই বৈঠক শেষ হতেই ঘোষিত হল মীরা কুমারের নাম। বৈঠক শেষে সোনিয়া বলেন, "সবকটি রাজনৈতিক দলের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মীরা কুমারের পক্ষে সমর্থন চাইছি"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, আজকের এই বিরোধী বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, এনসিপির শরদ পাওয়ার, তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন, সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, বহুজন সমাজবাদী পার্টির সতীশ চন্দ্র মিশ্রা, ন্যাশানাল কনফারেন্সের  ওমর আব্দুল্লা, ডিএমকের কানিমোঝি এবং কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।


প্রসঙ্গত, গতকাল নিজের পূর্ববর্তী অবস্থান পুরোপুরি বদলে ফেলে বিজেপি তথা এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দের প্রতি জনতা দল ইউনাইটাডের সমর্থন ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামনাথ কোবিন্দের দলিত পরিচয়কে 'গুরুত্ব দিয়েই' সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন নীতিশ। বসপা প্রধান মায়াবতীকেও বলতে শোনা গিয়েছিল যে, 'কোবিন্দের চেয়ে ভাল দলিত প্রার্থী না পেলে' তাঁকেই সমর্থন করবে তাঁর দল। আর তখন থেকেই বিরোধী প্রার্থী হিসাবে কোনও দলিত মুখ তুলে আনার পরিকল্পনা শুরু হয়। হাওয়ায় ভাসতে থাকে মীরা কুমার, সুশীল শিন্দেদের নাম। আর আজ সেই স্ট্র্যাটেজিতে ভরসা রেখেই রাষ্ট্রপতি পদে বিরোধিদের যৌথ প্রার্থী হিসাবে ঘোষিত হল মীরা কুমারের নাম। (আও পড়ুন- ভোল পাল্টে কোবিন্দের সমর্থনে নীতিশও, বিজেপির দলিত তিরে বিদ্ধ জাতীয় রাজনীতি)