নিজস্ব প্রতিবেদন: ভারত সরকারের লাগাতার চেষ্টায় মিলল সফলতা। পাকিস্তানের জেল থেকে সীমান্ত পাড় করে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন মধ্যপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারেলাল আদিবাসী। মধ্যপ্রদেশের দামোহ জেলার শিষপুর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালে হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যান। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি পরিবার। ২ বছর পর সংবাদমাধ্যম সূত্রে বারেলালের খোঁজ মেলে। পাকিস্তানের বাহাওয়ালপুরে তাঁকে ঘুরতে দেখা যায়। অনুপ্রবেশের দায়ে তাঁকে গ্রেফতার করে পুলিস।  


আরও পড়ুন: ধৃত লস্কর-ই-তইবা কম্যান্ডার Nadeem Abrar


আরও পড়ুন: জম্মু-কাশ্মীর, লাদাখ ভারতের বাইরে! ভারতের Distorted Map-প্রশ্নে Twitter-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের   


প্রথমে তাঁকে ভারতীয় চর মনে করলেও, পরে তাঁর মানসিক ভারসাম্যহীন হওয়ার প্রমাণ পায় পাক প্রশাসন। ভারত সরকারও বারেলালের গ্রেফতারির বিষয়টি জানতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী প্রল্লাদ সিং পটেল এবং মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কমল নাথ, বারেলালকে দেশে ফেরানোর চেষ্টা শুরু করেন। এই বিষয়ে ইসলামাবাদের সঙ্গে লাগাতার কথাবার্তা চালিয়ে যায় নয়াদিল্লি। অবশেষে আটারি সীমান্ত দিয়ে শনিবার ভারতে ফিরলেন বারেলালা।


তবে সীমান্ত টপকে এবং সেনার নজর এড়িয়ে কীভাবে পাকিস্তানে প্রবেশ করলেন বারেলাল, সেই প্রশ্ন ভাবাচ্ছে নিরাপত্তারক্ষীদের।