ওয়েব ডেস্ক: বিরল মহাজাগতিক দৃশ্য। সূর্যের বুকে দেখা গেল কালো তিল। আসলে সৌরজগতের সবচেয়ে ক্ষুদে গ্রহ বুধের কীর্তি এটি। ঠিক বিকেল ৪টে ৪১ মিনিট থেকে বুধের সরণ শুরু হয়। এই সময় সূর্যের বাইরের অংশ স্পর্শ করে বুধ। তার মিনিট কয়েক পর থেকেই দেখা যায়, এই বিরল মহাজাগতিক ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতায় বুধের সরণ দেখার সময়কাল ১ঘণ্টা ২৬ মিনিট। একেক জেলায় এর স্থায়িত্ব আলাদা। নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই অবশ্য দূরবীন, টেলিস্কোপ নিয়ে বসে পড়েন উত্‍সাহী জনতা। বুধের এই সরণ ঘটে প্রতি ১০০ বছরে মাত্র ১৩-১৪ বার। ভারতে বসে ফের এই বিরল দৃশ্য দেখতে হলে, অপেক্ষা করতে হবে ২০৩২-র ১৬ নভেম্বর পর্যন্ত। তাই এমন সুযোগ কি আর হাতছাড়া করা চলে!


বিরল সেই দৃশ্যের ভিডিওটি একবার দেখে নিন-