নিজস্ব প্রতিবেদন: প্রাণ ভিক্ষার আবেদন করিনি।  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো প্রাণ ভিক্ষার আবেদন ফিরিয়ে নিয়ে চাই। আইনজীবীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এমনটাই আবেদন করল ২০১২ সালে নির্ভয়া ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিনয় শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উন্নাও কাণ্ডের বেনজির প্রতিবাদ, ৬ বছরের মেয়েকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা মা-এর


কেন এমন দাবি করল বিনয়? তার দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রাণ ভিক্ষার আবেদনে আদতে সাক্ষরই করেনি সে।  নিজের আইনজীবী এ পি সিংয়ের মাধ্যমে ওই আবেদনপত্র ফেরত চেয়েছে বিনয়।


উল্লেখ্য, গত ১ ডিসেম্বর বিনয় শর্মার প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট ও দিল্লি হাই কোর্ট।  এনিয়ে দিল্লি সরকারের আধিকারিক বলেন, আবেদন নাকচ হওয়ার মতোই মামলা এটি।


এদিকে, নির্ভয়ার মা শনিবার ফের দাবি করেছেন, মেয়ের ওপরে যারা নির্যাতন চালিয়েছে তাদের ফাঁসি হওয়া উচিত। গত ৭ বছর ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াচ্ছি। দেশের বিচার ব্যবস্থার প্রতি আবেদন, ফাঁসি দেওয়া হোক আমার মেয়ের খুনিদের।



আরও পড়ু-ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, পথ দুর্ঘটনায় মত্যু শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির


প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর প্যারা মেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ ও খুন করে ৬ জন। এদের মধ্যে একজন নাবালক হওয়ায় ছাড়া পেয়ে যায়। অন্য একজন তিহার জেলে আত্মহত্যা করে। বাকি ৪ জনকে ফাঁসির সাজা দেয় আদালত।