নিজস্ব প্রতিবেদন: বিমানের ভিতরে যাত্রীর আজব আচরণের খবর মাঝেমধ্যেই মেলে। তবে শনিবার এক যাত্রী যা করেছেন তাতে লজ্জায় মুখ লাল হয়ে যাবে সবারই। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই যাত্রী মাঝ আকাশেই জামাকাপড় খুলে বিমানের মধ্যে পায়চারি করতে শুরু করেন। কোনওক্রমে তাঁকে বাগে আনেন বিমানকর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনা শনিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্সেরে উড়ান আইএক্স ১৯৪-এর। দুবাই থেকে লখনউগামী ওই বিমানে ছিলেন প্রায় ১৫০ যাত্রী। বিমান যখন মাঝ আকাশে তখনই জামাকাপড় খুলতে শুরু করেন এক যাত্রী। কিছুক্ষণ পর দীগম্বর অবস্থাতেই বিমানের মধ্যে পায়চারি করতে শুরু করেন তিনি। 


পরিস্থিতি বেগতিক বুঝে ঝাঁপিয়ে পড়েন বিমানকর্মীরা। কোনও ক্রমে ওই ব্যক্তিকে কম্বল দিয়ে জড়িয়ে একটি আসনে বসান তারা। ওই অবস্থাতেই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বেলা ১২.০৫ মিনিটে লখনউ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। 


শীতের রাতে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেল সন্তোষপুর স্টেশন লাগোয়া বস্তি


অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকের কাছে ওই যাত্রীকে তুলে দেন বিমানকর্মীরা। ওই ব্যক্তি কেন এমন কাজ করলেন তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।