বিরোধীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ মোদী সরকারের
এবার বিরোধীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ আনল সরকারপক্ষ। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের অভিযোগ, কালো টাকা উদ্ধারে সরকারের পদক্ষেপে জল ঢেলে দিতে অন্তর্ঘাতের রাস্তা বেছে নিয়েছে বিরোধীরা। কংগ্রেস আর রাহুল গান্ধীর স্বরূপ দেশের কাছে প্রকাশ হয়ে গেছে। তাই হতাশা থেকে এসব বলছেন রাহুল।
ওয়েব ডেস্ক : এবার বিরোধীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ আনল সরকারপক্ষ। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের অভিযোগ, কালো টাকা উদ্ধারে সরকারের পদক্ষেপে জল ঢেলে দিতে অন্তর্ঘাতের রাস্তা বেছে নিয়েছে বিরোধীরা। কংগ্রেস আর রাহুল গান্ধীর স্বরূপ দেশের কাছে প্রকাশ হয়ে গেছে। তাই হতাশা থেকে এসব বলছেন রাহুল।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে "ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ" রয়েছে তাঁর হাতে। তিনি বলতে শুরু করলে "সংসদে ভূমিকম্প" হয়ে যাবে। রাহুলের এই মন্তব্যকেই আজ একহাত নেন অনন্ত কুমার।
অন্যদিকে, রাহুল গান্ধী 'মোদীর দুর্নীতির' অভিযোগ তোলার পরেই চিড় বিরোধী শিবিরে। প্রমাণ যদি হাতেই থাকে, তাহলে রাহুল সংসদের বাইরে তা প্রকাশ করছেন না কেন? টুইটারে সেই প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল,
আরও পড়ুন, চার দিন বাদে সংসদের অধিবেশন বসতেই হট্টগোলে পণ্ড লোকসভা