Russia-Ukraine War: পড়ুয়াদের ফিরিয়ে এনে বিমানেই `মোদী-স্তুতি` মন্ত্রীর, নিন্দা সামাজিক মাধ্যমে
এই ঘটনাকে রাজনৈতিক বার্তা পাঠানোর জন্য একটি সামরিক প্ল্যাটফর্মের অনুপযুক্ত ব্যবহার বলে দাবি করা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
নিজস্ব প্রতিবেদন: যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অবদানের বিষয়ে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের ভিতরে প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। এই বক্তৃতার ভিডিও বিতর্কের জন্ম দিয়েছে।
অজয় ভাট (Ajay Bhatt), কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, দিল্লির কাছে হিন্দন এয়ার ফোর্স স্টেশনে (Hindon Air Force Station) অবতরণ করার পরে আইএএফের একটি ভারী-লিফ্ট কার্গো বিমানে (heavy-lift cargo aircraft) ওঠেন। সেই বিমানে ইউক্রেন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছিল।
ভাট সেই সময়ে বিমানে থাকা পড়ুয়াদের বলেন, "কোনও চিন্তা করবেন না। মোদীজির কৃপায় আপনার জীবন রক্ষা পেয়েছে। সবকিছু ঠিক হয়ে যাবে। ভারত মাতা কি জয়...মাননিয় মোদী জি জিন্দাবাদ।"
তারপরে তিনি পড়ুয়াদেরকেও স্লোগান দেওয়ার ইঙ্গিত দেন। এরপরেই পড়ুয়ারা "ভারত মাতা কি জয়" স্লোগান দেয়।
আরও পড়ুন: 'Putin-কে খুন করতে হবে', রুশ নাগরিকদেক আহ্বান USA-র সেনেটরের
কেন্দ্রীয় মন্ত্রী যখন বলেন যে "মাননিয়া মোদী জি জিন্দাবাদ", সেই সময়ে পড়ুয়ারা শুরুতে সাড়া দেয়নি। এরপরে ভাট আবার নরেন্দ্র মোদীর নামে স্লোগান দেন। তখন কিছু পড়ুয়া বিমানের ভিতরে "জিন্দাবাদ" বলে চিৎকার করেন।
এই ঘটনাকে রাজনৈতিক বার্তা পাঠানোর জন্য একটি সামরিক প্ল্যাটফর্মের অনুপযুক্ত ব্যবহার বলে দাবি করা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)