নিজস্ব প্রতিবেদন: তিন তালাক নিষিদ্ধ আইন প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিগোষ্ঠী গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাদের ওপরেই থাকতে পারে আইনের খসড়া তৈরির দায়িত্ব। আগেই আদালতে তিন তালাকের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। সেই সওয়ালে শিলমোহর দিয়ে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, তিন তালাক নিষিদ্ধ করতে দুটি পথ খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। তাত্ক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে আইন আনতে পারে তারা অথবা পুরনো আইন সংশোধন করে জারি হতে পারে নিষেধাজ্ঞা। 


আরও পড়ুন - ডেঙ্গিতে ১৫ দিনে ১৬ লক্ষ টাকার বিল! তবুও শেষ রক্ষা হয়নি আদ্যার


বর্তমান আইনে তিন তালাক প্রাপ্ত কোনও মুসলিম মহিলার পুলিশে নালিশ জানানোর কোনও অধিকার নেই। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নিতে পারে না পুলিশও। গোটা বিষয়টিতে ফৌজদারি বিধির অধীনে আনতে তাই প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। সম্ভবত সংসদের শীতকালীন অধিবেশনেই পাশ হতে চলেছে এই আইন।