ওয়েব ডেস্ক: সোনিয়া গান্ধীর নিরাপত্তা বলয় থেকে নিখোঁজ হওয়া স্পেশাল কম্যান্ডো গ্রুপের সদস্য রাকেশ কুমারের খোঁজ মিলল তুঘলক রোড অঞ্চলে তাঁরই এক আত্মীয়ের বাড়ি থেকে। জানা যাচ্ছে, অর্থনৈতিক কারণেই বাড়ি ফিরতে চাননি ওই কম্যান্ডো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৩ সেপ্টেম্বর ১০ জনপথে সোনিয়ার বাসভবন থেকে উধাও হয়ে যান ৩১ বছর বয়সী রাকেশ কুমার। ১লা সেপ্টেম্বর তিনি শেষ বারের মতো ডিউটি করেছিলেন। ফলে নিখোঁজ হওয়ার সময় তিনি কর্মরত ছিলেন না এবং সঙ্গে ছিল না সার্ভিস রিভালভার। সেসময় তাঁর কাছে মোবাইল ফোন না থাকায় দিল্লি পুলিসও প্রাথমিকভাবে খোঁজ করতে নেমে সমস্যায় পড়ে।


দ্বারকার সেক্টর-৮ এলাকায় একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রাকেশ কুমার। ছেলে বাড়ি না ফেরায় পুলিসে ডাইরি করেন রাকেশের বাবা। প্রাথমিকভাবে, রাকেশের পরিবার ভেবেছিল তিনি কোনও বন্ধুর বাড়িতে রয়েছে। এদিকে, সোনিয়া গান্ধীর মতো ভিভিআইপির নিরাপত্তা বলয় থেকে এসপিজি কম্যান্ডোর নিখোঁজ হওয়ার ঘটনায় রাতের ঘুম উড়ে গিয়েছিল পুলিসের। অবশেষে রাকেশ কুমারের খোঁজ মেলায় স্বস্তিতে পুলিস।