নিজস্ব প্রতিবেদন: ১৪৫ দিন পর ইন্টারনেট পরিষেবা চালু হল কারগিলে। ৫ অগাস্ট, ২০১৯। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে মোদী সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেনশন যাতে না ছড়ায়, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য গোটা উপত্যকা জুড়ে নিরাপত্তার বজ্র আঁটুনি। বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা। একটু একটু করে ছন্দে ফিরতে থাকে উপত্যকা।


আরও পড়ুন- চার দশক পর অবসর নিল মিগ-২৭, জলকামানে বাহাদুরকে বিদায় জানাল বায়ুসেনা


পরিস্থিতি পর্যালোচনা করে কোনও কোনও এলাকায় ইন্টারনেট পরিষেবা ফের শুরু করা হয়। অবশেষে ১৪৫ দিন পর লাদাখের কারগিল জেলায় ইন্টারনেট পরিষেবা ফিরল। কাশ্মীরের মানুষের আশা, এবার গোটা উপত্যকার মানুষ ইন্টারনেট পরিষেবা ফিরে পাবেন।


শুক্রবার সকাল থেকেই ফোর জি পরিষেবা পাচ্ছেন কারগিলের মানুষ। এর ফলে পর্যটনেও অনেকটাই সুরাহা হবে। পর্যটনের সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দারা অনেকটাই স্বস্তি মিলল।