ওয়েব ডেস্ক : লোকালয়ে কোনও মদের দোকান করা যাবে না। বেঁকে বসেছেন এলাকার মহিলারা। আর সেই চাপের মুখে পড়ে এবার গাড়ির মধ্যেই ঘুরে ঘুরে মদের বিকিকিনি। ঘটনাস্থল উত্তরাখণ্ডের হলদিওয়ানি। আর এই 'চলমান' মদের দোকানকেই এবার ছাড়পত্র দিতে চলেছে উত্তরাখণ্ড সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাইওয়ের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান খোলা যাবে না। এদিকে লোকালয়ে মদের দোকান খোলার বিরুদ্ধে লাগাতার প্রচার চালাচ্ছেন স্থানীয় মহিলারা। বিভিন্ন জায়গায় মদের দোকান খুলতে গেলেই, দোকানে সামনে বসে পড়ে চলছে ধরনা। এই পরিস্থিতিতে চাপে পড়ে, জাল ঘেরা ট্রেকার বা পিকআপ ভ্যানে করেই মদ বিক্রির সিদ্ধান্ত নেন স্থানীয় ব্যবসায়ীরা। কাজে আসে এই 'অভিনব' সিদ্ধান্ত। বিক্রিবাটা হয় ভালোই।


আর তারপরই উত্তরাখণ্ড সরকারের তরফে এহেন 'চলমান' মদের দোকানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সরকারের এই সিদ্ধান্তে হতাশ স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, 'এভাবে সরকার মদ্যপানকেই উত্সাহ দিচ্ছে।' যদিও সরকারের তরফে যুক্তি, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।


আরও পড়ুন, পাসপোর্ট এখন হিন্দিতেও, কমছে ফি