নিজস্ব প্রতিবেদন: তিহার জেলে বহাল তবিয়তেই রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের সবচেয়ে সুরক্ষিত জেলে থেকেও পাচ্ছেন মোবাইল ফোনের সুবিধা? এমনই সম্ভাবনার কথা উঠে আসেছে। জেলে আচমকা তাঁর সেলে তল্লাশি চালাতেই মিলল মোবাইল ফোন, চার্জার, তার, তামাকের প্যাকেট। কীভাবে সেলের মধ্যে মোবাইল ফোন এল তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।



আরও পড়ুন-দ্রুত সেরে উঠছেন পরিবহ, ছুটি মিলবে আগামী সপ্তাহের শুরুতেই, জানাল হাসপাতাল


তিহার জেলের অতিরিক্ত আইজি রাজকুমার জানিয়েছেন, চৌতালার সেলে আরও ২ কয়েদি রয়েছে। তাদের মধ্যে একজন ওইসব জিনিস রাখার কথা স্বীকার করেছে। তবে দেখার বিষয় হল ওই মোবাইল ফোন চৌতালা ব্যবহার করেছিলেন কিনা।


জেলের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, জেল কর্তৃপক্ষের নির্দেশে ৩২ নম্বর সেলে তল্লাশি চালানো হয়। ওই সেলে থাকে ওম প্রকাশ চৌতালা, রমেশ শর্মা ও সুরেন্দর নামে তিন কয়েদি। শর্মা স্বীকার করেছে ওইসব জিনিস তারই।


আরও পড়ুন-নবান্নে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা, জিবি-র বৈঠকের পরও কাটল না অচলাবস্থা


২০১৩ সালে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন ওম প্রকাশ চৌতালা। ওই মামলায় চৌতালা ও তাঁর ছেলের ১০ বছরের কারাদন্ড হয়।