নিজস্ব প্রতিবেদন: অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা যে ভীষণ সঙ্কটজনক, সে খবর এতক্ষণে ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে এই প্রবাদ প্রতিম নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে প্রর্থনা ও যজ্ঞানুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। সকালেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে গিয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাজপেয়ী-মোদীর এক বিরল মুহূর্তের ভিডিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ভিডিওটিতে দেখা যায়, সর্বভারতীয় বিজেপির তত্কালীন প্রধান কার্যালয়ে প্রবেশ করছেন বাজপেয়ী। পথের দু'ধারে উপস্থিত গেরুয়া সমর্থকরা বাজপেয়ীজি-র নামে জয়ধ্বনী দিচ্ছেন। এর মধ্যেই দেখা যায়, নরেন্দ্র মোদী এগিয়ে এসে অটল বিহারী বাজপেয়ীকে জরিয়ে ধরছেন। আর বাজপেয়ীও স্নেহের সঙ্গে মোদীর পিঠ চাপড়ে দিচ্ছেন। তবে, এই সময়ের নরেন্দ্র মোদীর মুখে কাঁচা দাড়ির দেখা মিলছে, আজ যা একেবারেই শুভ্র...



তবে মোদীর সঙ্গে বাজপেয়ীর সম্পর্ক শুধুই যে স্নেহ-ভালোবসার সরণি বেয়ে চলেছে, তা কিন্তু নয়। গুজরাট দাঙ্গার সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী বাজপেয়ী অনুজ তথা গুজরাটের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'রাজধর্ম' পারনের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক মহলের অনেকে মনে করেন, যথার্থ কাজই করেছিলেন বাজপেয়ীজি। আরও পড়ুন- বাজপেয়ী যখন ফোন করেছিলেন শ্মশানে ছিলেন মোদী


প্রসঙ্গত, বিগত ২৪ ঘণ্টায় দু'বার বাজপেয়ীকে দেখে এসেছেন নমো। বুধবার এইমস-এর তরফে আপদকালীন মেডিক্যাল বুলেটিন-এ জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা রীতিমতো আশঙ্কাজনক এবং তাঁকে 'লাইফ সাপোর্ট' ব্যবস্থায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়, সেখানেও সঙ্কটের কথা বলা হয়েছে। আরও পড়ুন- সংসদে সোনিয়া গান্ধীকে ভাষা সহবত্ শিখিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী





মোদীর পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকে অমিত শাহ, রাহুল গান্ধী, কৈলাশ সত্যার্থী-সহ একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জন বাজপেয়ীকে দেখতে এইমস-এ এসেছেন। প্রিয় ও শ্রদ্ধেয় বাজপেয়ীজি-কে দেখতে দিল্লির বিমান ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধু বাজপেয়ী কলকাতায় এলেই বসত ফুচকা বধের আসর  (দেখে নিন সেই বিরল ছবি, শুধু মাত্র ২৪ ঘণ্টা ডট কমে)