ওয়েব ডেস্ক : কৃষিঋণে সুদ কমাল কেন্দ্র। চলতি অর্থবর্ষে ঋণে দু'শতাংশ সুদ কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সময়ে ঋণ শোধ করলে মিলবে আরও তিন শতাংশ সুদ ছাড়। এর ফলে তিন লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী ঋণে কৃষকদের নয় শতাংশের বদলে সাত শতাংশ সুদ দিতে হবে। সময়ের মধ্যে ঋণ শোধ করলে সুদের হার নেমে আসবে চার শতাংশে। দেশজুড়ে কৃষক বিক্ষোভে ফিকে হয়ে যাচ্ছে মোদী উত্সব। রাজ্যে রাজ্যে উঠছে ঋণ মকুবের দাবি। এই পরিস্থিতিতে চাপের মুখে ঋণের শর্ত শিথিল করল কেন্দ্র। সুদ কমিয়ে সরকার, ঋণ শোধ না করার প্রবণতায় লাগাম দিতে চাইছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হামসফর এক্সপ্রেসের নতুন ব্যবস্থা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী


দেশজুড়ে কৃষিঋণ মকুবের দাবি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলে দিয়েছেন, ঋণ মকুব করতে চাইলে রাজ্যকেই আর্থিক দায় নিতে হবে। এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর টুইট, কৃষকরা যখন আন্দোলনে তখন কেন্দ্রীয় সরকারের গোটা দেশেই কৃষিঋণ মকুব করা উচিত। সরকার চুপ করে বসে থাকতে পারে না। নোট বাতিলের জেরে কৃষকরা দুর্ভোগে পড়েছেন। রাজ্যগুলির কাঁধে দায় না চাপিয়ে সরকারের প্রতিশ্রুতি পালন করা উচিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।