নিজস্ব প্রতিবেদন: ভারতের বিবিধতা সম্পর্কে কোনও ধারণা নেই নরেন্দ্র মোদীর।এই ভাষাতেই ফের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ফের আক্রমণ শানালেন অমর্ত্য সেন।  'দ্য নিউ ইয়র্কার' নামে এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমর্ত্য সেন বলেছেন, 'ভারতের ভাষা ও কৃষ্টিগত বহুত্ব সম্পর্কে কোনও ধারণা নেই মোদীর।' অর্থনীতির এই বিশ্ববিখ্যাত অধ্যাপকের দাবি, 'মোদী একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।'


 



গত রবিবার 'দ্য নিউ ইয়র্কার'-এ প্রকাশিত হয় অমর্ত্য সেনের এই সাক্ষাৎকার। সেখানে আরএসএস-এর সাম্প্রতিক সাফল্যে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, 'এর আগেও ভারতে হিন্দুত্ববাদীদের তৎপরতা দেখা গিয়েছে। তবে তা ছিল বিচ্ছিন্ন। গত নির্বাচনের পর থেকে পরিস্থিতি বদলে গিয়েছে।' তিনি দাবি করেন, 'আরএসএস বলছে, দীর্ঘদিন দেশ মুসলিম শাসকদের হাতে বন্দি ছিল। কিন্তু এখন আমাদের সময় এসেছে।' 


মন খারাপের বিজয়া দশমীতে শুরু সিঁদুর খেলা, আবার ৩৮০ দিনের অপেক্ষায় বাঙালি


সাক্ষাৎকারে সুপ্রিম কোর্টকেও কাঠগড়ায় তুলেছেন অমর্ত্য সেন। বলেন, 'আইনি প্রক্রিয়া এত  স্লথগতিতে চলে ও তার মধ্যে এত বিভাজন যে বহুত্বের অভিভাবক হিসাবে উপযুক্ত ভূমিকা পালনে ব্যর্থ সুপ্রিম কোর্ট।'