ওয়েব ডেস্ক: সংবিধান ও গণতন্ত্রের কাছে বড় বিপদ নরেন্দ্র মোদীর সরকার। মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরের জনসভায় এমনটাই বললেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি। যুবা হুঙ্কার র্যালি উপলক্ষে এদিন যন্তর মন্তর ও সংসদ ভবন মার্গে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। প্রায় ১৫,০০০ পুলিশকর্মী ছাড়াও মোতায়েন করা হয় জলকামান।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - 'হিন্দু' অস্ত্রেই বিজেপির মোকাবিলা মমতার


এদিন জিগনেশ বলেন, দুর্নীতি, অনাহার, বেকারত্বের মতো প্রকৃত ইস্যুর বদলে ঘর ওয়াপসি, লভ জিহাদ ও গোহত্যার মতো ইস্যুকে বড় করে তুলেছে মোদী সরকার। জিগনেশের যুবা হুঙ্কার র্যালির অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার পরিচালিত দিল্লি পুলিশ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে 'গুজরাট মডেল' বলে কটাক্ষ করেন জিগনেশ। বলেন, 'নির্বাচিত জনপ্রতিনিধিকে কথা বলতে না দেওয়াই কি গুজরাট মডেল?'


দলিত আন্দোলনের নেতা চন্দ্রশেখর আজাদের মুক্তির দাবিতে এদিন সরব হন বক্তারা।