বাজেট নিয়ে বড় পরিবর্তন! নতুন কী ভাবলেন মোদী দেখুন
ওয়েব ডেস্ক: বাজেট পেশের দিন আরও এগিয়ে আনতে পারে মোদী সরকার। জানুয়ারির মাঝামাঝিই পেশ হয়ে যেতে পারে বাজেট।
অর্থমন্ত্রী অরুণ জেটলী গত ২১ জুলাই লোকসভাতে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, অর্থবছর পরিবর্তন করার চিন্তাভাবনা রয়েছে সরকারের। তার জন্যই বাজেট পেশের সময়ও এগিয়ে আনতে হত। জানুয়ারিতে অর্থ বছর শুরু করতে গেলে, নভেম্বরে বাজেট পেশ করতে হত। আপাতত সে পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে মোদী সরকার এগোচ্ছে না বলেই সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর। তার বদলে বাজেট পেশের দিন আরও এগিয়ে আনতে পারে মোদী সরকার। জানুয়ারির মাঝামাঝিই পেশ হয়ে যেতে পারে বাজেট।
জিএসটি চালু হয়েছে কয়েকদিন আগেই।তারও আগে হয়েছে নোটবাতিল। এর মধ্যে অর্থ বছর বদল হলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলেই মনে করছেন বিশেষ্ণররা।