COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: জিএসটি জট কাটাতে অবশেষে সংঘাত ছেড়ে সমঝোতার পথে বিজেপি। সোনিয়া-মনমোহনকে চা-চক্রে আমন্ত্রণ জানালেন মোদী। ক্ষমতায় আসার পর এই প্রথম চায়ে পে চর্চায় প্রধান বিরোধী নেতৃত্বের মুখোমুখি প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, চাপে পড়েই শেষে ব্যাকফুটে বিকাশপুরুষ।
জিএসটি বিল নিয়ে জট কাটাতে চায়ে পে চর্চাতেই ভরসা রাখলেন নরেন্দ্র মোদী।  আজ সন্ধেয় প্রধানমন্ত্রীর বাড়িতে চা-চক্রে যাবেন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং। ক্ষমতায় আসার পর এবারই প্রথম সোনিয়া গান্ধী সঙ্গে মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী। চলতি শীত অধিবেশনেই পণ্যপরিষেবা কর সহ বেশ  কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। তবে বিল পাশের বিরোধিতায় অনড় কংগ্রেস। বিলের সমর্থনের জন্য ইতিমধ্যেই তিন দফা শর্ত দিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এগুলি হল এক শতাংশ উত্‍পাদন শুল্ক, ,সংবিধান স্বীকৃত আঠেরো শতাংশের উর্ধ্বসীমা এবং জিএসটি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে নিরপেক্ষ সালিশির ব্যবস্থা। এই তিন শর্তপূরণ ছাড়া জিএসটি নিয়ে জমি ছাড়তে নারাজ কংগ্রেস।  এখন দেখার মোদী-সোনিয়া-মনমোহন আলোচনায় সেই বরফ আদৌ গলে কিনা।
জিএসটি নিয়ে চাপে পড়েই সোনিয়া-মনমোহনকে ডাকতে হয়েছে নরেন্দ্র মোদীকে। তোপ দাগলেন রাহুল গান্ধী। তবে জানিয়ে দিলেন, কংগ্রেসের দেওয়া শর্ত মানলে পণ্যপরিষেবা কর বিল পাসে তাঁরা সাহায্যে করবেন।
জিএসটি নিয়ে কংগ্রেসের দেওয়া শর্ত বিবেচনা করবে কেন্দ্র। আশ্বাস দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। এনিয়ে জট কাটাতেই প্রধানমন্ত্রী সোনিয়া-মনমোহনকে চা-চক্রে আমন্ত্রণ করেছেন বলে জানানান ভেঙ্কাইয়া নাইডু।