নিজস্ব প্রতিবেদন: এ বার সেনাকে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা বলে তুলে ধরলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। নির্বাচন যতই কাছে আসছে, সেনাকে হাতিয়ার করে প্রচার আরও  জোরদার করছে বিজেপি। তা বলে ‘মোদীর সেনা’! হ্যাঁ, সোমবার গাজ়িয়াবাদের এক জনসভায় এভাবেই মোদীর জয়গান করলেন যোগী আদিত্যনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিন আদিত্যনাথ বলেন, “আগে জঙ্গিদের বিরিয়ানি খাওয়াতো কংগ্রেস। এখন গুলি এবং গোলা খাওয়াচ্ছে মোদীর সেনা। এটাই আমাদের পার্থক্য।” তাঁর আরও কটাক্ষ, মাসুদ আজহারের মতো জঙ্গিদের নামের পরে ‘জি’ জুড়ে দিচ্ছেন কংগ্রেসের নেতারা। কিন্তু জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। যোগী বলেন, কংগ্রেসের কাছে যা অসম্ভব, তাই সম্ভব নরেন্দ্র মোদীর কাছে। এখানেই ক্ষান্ত নন, যোগীর কথায়, মোদী যেখানে, সেখানেই সব কিছু সম্ভব।


আরও পড়ুন- প্রবল ঝড়-বৃষ্টির মুখে কর্তব্যে অটল ‘চৌকিদার’ ট্রাফিক পুলিস, কুর্নিশ নেটিজেনের      


সেনাকে নিয়ে যোগী মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। ‘দুর্ভাগ্যজনক’ বলে ব্যাখ্যা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য শুনে হতভম্ব। দেশের সেনাকে অপমান করা হচ্ছে। কংগ্রেসের মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, এটি দেশের সেনা। প্রচার-মন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। অটলবিহারী বাজপেয়ী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে    পাল্টা প্রিয়ঙ্কার তোপ, মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার বিষয়ে অজিত দোভালের কী ভূমিকা ছিল? তবে, বিভিন্ন সময়ে বিরোধীদের এক হাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, পাকিস্তানের ভাষায় কথা বলছে বিরোধীরা।