ওয়েব ডেস্ক: দিল্লিতে আন্তঃরাজ্য কাউন্সিলের বৈঠকের ফাঁকেই, মুখোমুখি বসতে পারেন মোদী-মমতা। দুজনের ওয়ান-টু-ওয়ান বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের ঋণের ওপর সুদ মকুব, আধার কার্ড ইস্যু, কেরোসিনে ভর্তুকি তুলে দেওয়ার প্রস্তাব সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।


রাজ্যকে ঋণের ওপর যে সুদ দিতে হচ্ছে, তা মকুব করার দাবি ফের তুলবেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু এই ঋণের ওপর সুদ দিতে গিয়েই নতুন করে বারবার ঋণ নিতে হচ্ছে রাজ্যকে। ঋণের জালে জড়িয়ে যাচ্ছে রাজ্য। ব্যহত হচ্ছে উন্নয়ন। এর পাশাপাশি, আধার কার্ডকে কেন্দ্র যেভাবে বাধ্যতামূলক করে দিয়েছে, তাতে সমস্যার কথাও বৈঠকে তুলতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ৮২ শতাংশ মানুষের আধার কার্ড তৈরি। কিন্তু যাদের তৈরি নয় তাঁদের স্বার্থে আপাতত রাজ্যে আধার বাধ্যতামূলকের বিষয়টি পিছিয়ে দেওয়ার দাবি জানাবেন তিনি।