ওয়েব ডেস্ক: লাভের মুখ দেখতে এখনও ঢের দেরি। উল্টে ক্ষতির আশঙ্কাই বেশি! কালো টাকা, জাল নোটের রমরমা, সন্ত্রাস এই তিনের নিধন করতে গিয়ে সমস্যায় দেশের আগামীর ভবিষ্যৎ। এখনও চাকরি অর্জন করেতে পারেননি যারা এবং যাদের বেতনও তেমন একটা নয়, তাদের জন্য আগামী আর্থিক বছরে 'উন্নতি'র কোনও লক্ষণ নেই। কারণ নোট বাতিলের সিদ্ধান্তে কমতে পরে বেতন বৃদ্ধির হার, চাকরি ক্ষেত্রেও দেখা দিতে পারে খরা। আরও পড়ুন-এই বালককে গণেশের অবতার বলেই বিশ্বাস করেন জলন্ধর গ্রামের মানুষ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে ইতিমধ্যেই ১২৩৮ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির। মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে এখনও পর্যন্ত জাতীয় সড়কে টোল নেওয়া সাময়িক ভাবে বন্ধ হওয়ার কারণেই এই ক্ষতি। আগামী দিনে ক্ষতির পরিমাণ আরও বাড়বে! ক্ষতি হচ্ছে ব্যাঙ্কেরও। যার ফলে কমতে পারে ঋণের হারও। অর্থনীতিবিদরা মনে করেছেন, দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে 'সার্জিক্যাল স্ট্রাইক' চলছে তাতে আগামী আর্থিক বছরেও কমতে পারে জাতীয় উৎপাদনের হার। আর এতেই সঙ্কটে কর্মসংস্থান। তুলনামূলক ভাবে কমতে পারে বেতন বৃদ্ধির হারও, এমনটাই মত বিশেষজ্ঞদের। আরও পড়ুন- এই কারণেই অর্ডার করেও হাতে পেলেন না ফ্রিডম ২৫১!