নবমীতে পুজোর কপালে জুটল মোদীর প্রশংসা
বাংলার পুজোপ্যান্ডেলে কম ভিড়ের প্রশংসা করে `মন কি বাতে` মোদী বললেন, করোনার বিরুদ্ধে জয় নিশ্চিত`।
নিজস্ব প্রতিবেদন: দুর্গা পুজোর মণ্ডপে আগে মেলার মতো ভিড় হত৷ কিন্তু এ বছরের ছবিটা একেবারেই অন্যরকম৷ এ বারে মানুষ সংযমী হয়েছেন, তাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ও নিশ্চিত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আজ, রবিবার 'মন কি বাতে' দুর্গাপুজোর নবমীর দিনেই দেশবাসীকে বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
দুর্গাপুজোয় কম ভিড়ের প্রশংসা করে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, আগামী দিনে দিওয়ালি, ইদ, ছট, গুরুনানক জয়ন্তীর মতো যে উৎসবগুলি রয়েছে, তা উদযাপনের ক্ষেত্রেও মানুষকে একই ভাবে সংযমী হতে হবে৷
প্রধানমন্ত্রী বলেন, দশেরা অসত্যের উপরে সত্যের জয়৷ কিন্তু এ বছর তা সঙ্কটের উপরে ধৈর্যের জয় বলেও প্রমাণিত হয়েছে৷ আপনারা সবাই সংযমী জীবনযাপন করছেন, অনাড়ম্বর ভাবে উৎসব পালন করছেন। ফলে আমরা যে লড়াই লড়ছি তাতে জয় সুনিশ্চিত।
দুর্গা পুজোয় কম ভিড়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আগে পুজোর সময়ে মায়ের দর্শন করতে পুজো প্যান্ডেলগুলিতে মেলার মতো ভিড় থাকত৷ এ বছর তা হয়নি৷ তিনি মনে করাতে ভোলেননি, উৎসবের কেনাকাটায় বাজারের অর্থনীতি চাঙ্গা হয়৷ তবে এ বছর কেনাকাটার সময়ে স্থানীয় পণ্য কেনার উপরই জোর দেওয়ার অনুরোধ করেন তিনি৷
পাশাপাশি উৎসবের আনন্দ, উল্লাসের মধ্যেও লকডাউনের কঠিন সময়কে ভুলে না যেতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ যাঁরা আমাদের নিরন্তর পরিষেবা দিয়ে পাশে থেকেছেন, এই উৎসবে তাঁদেরও সামিল করে নিতে অনুরোধ করেন মোদী৷
সব মিলিয়ে দেশবাসী যে ভাবে সীমিত আয়োজনের মধ্যে দিয়ে উৎসব পালন করছে, তার প্রশংসা করে মোদী মনে করিয়ে দেন, দেশবাসীর এই সংযম আসলে কোভিডের বিরুদ্ধে লড়াইকেই শক্তিশালী করছে।
আরও পড়ুন: সেনাদের কুর্নিশ জানাতে প্রতি ঘরে মাটির প্রদীপ জ্বালানোর দাবি রাখলেন প্রধানমন্ত্রী