`নিজেকে মোদী মনে করতে` চাপতে হবে সলমনের পিঠে!
যে উটের পিঠে চেপে রণ উৎসব ঘুরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটকরাও সলমনের পিঠে চেপে অনুভব করেন, `যে সওয়ারি তে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী চেপেছেন, সেখানে তিনিও নিজের পশ্চাতদেশ ঠেকিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: ২০১৫ রণ উৎসবের স্মৃতি ফিরিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর সওয়ারি হওয়ার ইচ্ছে চারপায়ী সলমনের। প্রধানমন্ত্রীর বিদেশ সফর, নমোর গুজরাট-হিমাচল জয়, বিরোধীদের অল আউট অ্যাটাক-এসব কিছুই জানা নেই ওর। জেনে কাজও নেই! ও কেবল জানে মরুভূমিকে শাসন করতে। ধু ধু মরু প্রান্তর, দিগন্ত চেরা মরু সাগর, সলমন জানে মরভূমির সবটা। রণ-এ ওর দাপট দেখে না কি মুগ্ধ হয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। সলমনের পিঠে চেপেই মরুভূমিতেও সমুদ্রের ঢেউ অনুভব করেছিলেন নমো। সলমনের সাওয়ারি নিতে আসলে তার মনীবও ইউএসপি করেন প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন- দিল্লিতে দেওয়াল ভেঙে বেরিয়ে গেল মেট্রো, দেখুন ভিডিও
এই সেই সলমন, যে উটের পিঠে চেপে রণ উৎসব ঘুরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটকরাও সলমনের পিঠে চেপে অনুভব করেন, 'যে সওয়ারি তে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী চেপেছেন, সেখানে তিনিও নিজের পশ্চাতদেশ ঠেকিয়েছেন।' আহা, সে কি অদ্ভুত প্রাপ্তি। গুজরাট গেলে অনেক বাঙালি মনও 'মোদী হতে চায়' সলমনে চেপে। আপনিও কী চাইছেন এমন সওয়ারি? সে স্বাদ মেটাতে আপনাকে আসতে হবে মোদী গড়ে। তবে আপাতত ঘোলের স্বাদ মিটিয়ে নিন দুধে, এক্সক্লুসিভলি দেখুন সলমনকে, রইল ভিডিও-