ওয়েব ডেস্ক: দুর্নীতির অভিযোগে কোণঠাসা লালুপ্রসাদ যাদবের পরিবার। বিহারের শাসক জোটে ফাটল ধরাতে একেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। সুকৌশলে নীতীশ কুমারকে লালুর সঙ্গত্যাগের বার্তা দিয়ে রাখলেন। রবিবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী দাবি, করেন প্রতিহিংসার কারণে তাঁর সরকার কোনও দলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে লেলিয়ে দিচ্ছে না। তবে দুর্নীতিতে লিপ্ত এমন নেতাদের একঘরে করতে সকলের একজোট হওয়া উচিত।


এদিকে, আজ থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে দুর্নীতির ইস্যুকেই আত্মরক্ষার ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে মোদী সরকার। যদি সম্মিলিতভাবে বিরোধীরা অমরনাথযাত্রীদের হত্যা ও গোরক্ষক বাহিনীর 'লাগামহীন সন্ত্রাস' নিয়ে মুখ খোলে তাহলে আরজেডি তথা লালু পরিবারের দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়াকেই সামনে আনবে পদ্ম শিবির। পাশাপাশি, নারদ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের যোগের বিষয়টিকেও নিশানায় রাখতে পারেন মোদী-রাজনাথরা। (আরও পড়ুন- গো-রক্ষার নামে গুন্ডামি করলে রেয়াত নয়, আরও কড়া বার্তা প্রধানমন্ত্রীর)