COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: দেশের তিন রাজ্যে নীলগাই, বুনো শুয়োর আর বাঁদর কালিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। 


এর ফলে বিহারে নীলগাই, উত্তরাখণ্ডে বুনো শুয়োর এবং হিমাচলপ্রদেশে এক প্রজাতির বাঁদর নিধন চলবে। মানুষ ও ফসলের ক্ষতি হচ্ছে। এই যুক্তিতে বিহারে নীলগাই, উত্তরাখণ্ডে বুনো শুয়োর ও হিমাচলপ্রদেশে এক প্রজাতির বাঁদরকে এক বছরের জন্য ভার্মিন বা ক্ষতিকর ঘোষণা করা হয়। রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রক  কালিংয়ের অনুমতি দেয়। তারপরই বিহারে একসঙ্গে বহু নীলগাইকে হত্যা করা হয়। সরব হন পরিবেশপ্রেমীরা। কালিংয়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশু নিধন যেন বন্ধ রাখা হয়, সর্বোচ্চ আদালতের কাছে এই আর্জি রাখেন আবেদনকারীরা। আজ বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং L নাগেশ্বর রাওয়ের অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই কালিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেন তাঁরা। পনেরোই জুলাইয়ের পর আবার এই মামলার শুনানি হবে।