রেলে লক্ষাধিক নিয়োগ, জানালেন মন্ত্রী
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল আধিকারিক জানিয়েছেন, এই নিয়োগের জন্য বেতন বাবদ রেলের বার্ষিক খরচ হবে প্রায় ৩-৪ হাজার কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে এই পরিমাণ ব্যায়ের সংস্থান রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলের গ্রুপ সি ও ডি বিভাগে। স্বয়ং রেলমন্ত্রী পীযূশ গোয়েল এই লক্ষাধিক কর্মসংস্থানের কথা টুইট করে জানিয়েছেন। মূলত অ্যাসিসট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, গ্যাংম্যান, সুইচম্যান, ট্র্যাকম্যান, কেবিনম্যান, ওয়েল্ডার, হেল্পার এবং পোর্টার পদে কর্মী নিয়োগের জন্যই এই বৃহত্ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
গ্রুপ-ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা- দশম শ্রেণি পাস অথবা আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) ডিপ্লোমা থাকতে হবে।
মাসিক বেতন- ১৮ হাজার টাকা। পাশাপাশি সপ্তম বেতন কমিশনে (লেভেল-ওয়ান) উল্লিখিত ভাতা পাওয়া যাবে।
আবেদনকারীর বয়সসীমা- ১৮ থেকে ৩১-এর মধ্যে। এছাড়া বিভিন্ন কোটাতে বয়েসের যে ছাড় পাওয়া যায়, সেগুলিও প্রযোয্য হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১২ মার্চ।
আরও পড়ুন- মৃত ছেলের বীর্য সংরক্ষণ করে যমজ নাতির মুখ দেখলেন দম্পতি
গ্রুপ-সি অর্থাত্ লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদেও আবেদন করা যাবে। নিয়োগ সম্পর্কিত সব তথ্য এবং আবেদনের জন্য ক্লিক করুন এখানে- http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল আধিকারিক জানিয়েছেন, এই নিয়োগের জন্য বেতন বাবদ রেলের বার্ষিক খরচ হবে প্রায় ৩-৪ হাজার কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে এই পরিমাণ ব্যায়ের সংস্থান রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।