ওয়েব ডেস্ক : কাজ হারিয়ে তীব্র খাদ্য সংকটে ১০ হাজার ভারতীয় নাগরিক। কিন্তু কোথায় ঘটল এমন ঘটনা? ভারতে নয়, সৌদি আরবে। অন্তত এমনটাই দাবি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবিলম্বে সেখানে ভারতীয় মিশনকে ব্যবস্থা নিয়ে খাদ্য সরবরাহ ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সৌদি আরবে বসবাসকারী প্রায় ৩০ লাখ ভারতীয়র কাছে ওই ১০ হাজার মানুষকে সাহায্যের জন্য আবেদন জানান। রিয়াধের দূতাবাসকেও তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছন।


আরও পড়ুন- বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে গেলেন রাজনাথ সিংহ


প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক ব্যক্তি ট্যুইট করে জানান জেড্ডায় ৮০০ ভারতীয় অভূক্ত রয়েছেন। বিদেশমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে এই টুইটটি করেন তিনি। পরে জানা যায় প্রায় ১০ হাজার মানুষ সেখানে বিপদে রয়েছেন। সেখানে কর্মহীন শ্রমিকদের সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে সরকার।