আরএসএস-কে উপদেশ দিলেন `মার্গ দর্শক` আডবাণী
আরও অনেক বেশি করে মহিলা সদস্যদের সংগঠনে সামিল করা উচিত আরএসএস-এর, এমনটাই মনে করেন বিজেপির অন্যতম `মার্গ দর্শক` লালকৃষ্ণ আডবাণী। আজ দিল্লিতে আধ্যাত্মিক গোষ্ঠী `প্রজাপিতা ব্রহ্মা কুমারিজ` আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন ভারতীয় রাজনীতির `লৌহ মানব`। এর পাশাপাশি প্রবীন এই বিজেপি সাংসদের বক্তব্যে সিন্ধু প্রদেশের (বর্তমানে পাকিস্তানে) বিষয়ে উঠে এসেছে বেশ খানিকটা পরিতাপ। তাঁর জন্মস্থান সিন্ধু প্রদেশ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত হওয়ায় খেদ প্রকাশ করেছেন বিজেপির এই প্রবীন সাংসদ। তিনি চান ভারতের মানচিত্রের সঙ্গে যুক্ত হোক সিন্ধু প্রদেশ।
ওয়েব ডেস্ক: আরও অনেক বেশি করে মহিলা সদস্যদের সংগঠনে সামিল করা উচিত আরএসএস-এর, এমনটাই মনে করেন বিজেপির অন্যতম 'মার্গ দর্শক' লালকৃষ্ণ আডবাণী। আজ দিল্লিতে আধ্যাত্মিক গোষ্ঠী 'প্রজাপিতা ব্রহ্মা কুমারিজ' আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন ভারতীয় রাজনীতির 'লৌহ মানব'। এর পাশাপাশি প্রবীন এই বিজেপি সাংসদের বক্তব্যে সিন্ধু প্রদেশের (বর্তমানে পাকিস্তানে) বিষয়ে উঠে এসেছে বেশ খানিকটা পরিতাপ। তাঁর জন্মস্থান সিন্ধু প্রদেশ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত হওয়ায় খেদ প্রকাশ করেছেন বিজেপির এই প্রবীন সাংসদ। তিনি চান ভারতের মানচিত্রের সঙ্গে যুক্ত হোক সিন্ধু প্রদেশ।
আরও পড়ুন- পাঁচজন নেতামন্ত্রী রয়েছেন CBI-এর স্ক্যানারে, লক্ষ্যস্থির করে দিয়েছে খোদ প্রধানমন্ত্রীর দফতর
প্রজাপিতা ব্রহ্মা কুমারিজ-এর অনুষ্ঠানে আডবাণী বলেন, প্রধানত ছোট বয়স থেকে ছেলেরাই আরএসএস-এর সঙ্গে যুক্ত হয়। সেভাবে মেয়েদের এই সংগঠনে যোগ দিতে দেখা যায় না। আরএসএসে খুব সামান্য মহিলা প্রতিনিধিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন সংঘের উচিত সংগঠনের নানা স্তরে আরও বেশি করে মেয়েদের এগিয়ে দেওয়া। এই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি দৃশ্যত স্মৃতিমেদুর হয়ে যেন তাঁর কৈশোরের করাচির দিনগুলিতে। সেখানেই তাঁর প্রথম সংঘের সংস্পর্শে আসা। আর সেই সিন্ধু ভূখণ্ডই বর্তমানে ভারতের অংশ নয় বলে তিনি খুবই কষ্ট পান বলে জানিয়েছেন এবং ভারতকে অসম্পূর্ণও মনে করেন।