নিজস্ব প্রতিবেদন: অবৈধ কয়লাখনিতে আটকে ১৩ জন শ্রমিক। সবাই বাঙালি। গত ৮ দিন ধরে আটকে রয়েছেন পরিত্যক্ত কয়লা খনিতে। এঘটনা মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পাহাড় এলাকার। অবৈধ খনিতে আটকে পড়া শ্রমিকদের সন্ধানে তল্লাসি চালাচ্ছে NDRF এবং SDRF। চোখের জল কি তাতে বাগ মানে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'অ্যাওয়ার্ড ওয়াপসি'র কায়দায় লোকসভা ভোটের আগে মুখ খুলছেন নাসিরুদ্দিন: ভিএইচপি


আটকে পড়া শ্রমিকদের সবাই বাঙালি। মেঘালয়ে থাকেন। বাড়ি পশ্চিম গারো পাহাড় জেলার ফুলবাড়ি থানার হরিপুরে। অভাবের সংসার। ঘরে ছোট ছোট বাচ্চা। সেই জন্যেই তো প্রাণের ঝুঁকি নেওয়া। এখন কান্নার রোল  শ্রমিক পরিবারগুলিতে। ওরা সবাই গিয়েছিলেন মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া পাহাড় এলাকার চাইপুং থানার অন্তর্গত পরিত্যক্ত কয়লাখনিতে। কাচগাওয়ের লাইটেন নদীর পাশেই কয়লা খনি। লাইটেন নদীর জল বেড়ে যাওয়ার ফলেই খনিতে জল ঢুকে পড়ে। তারফলেই আটকে পড়েন শ্রমিকেরা।


কয়েক মাস আগের কথা। তাইল্যান্ডে গুহার ভিতর আটকে পড়েছিলেন জুনিয়র ফুটবলাররা। নৌসেনার নিরলস চেষ্টায় ঘরে ফেরেন তাঁরা। মেঘালয়ের গরিব শ্রমিকরাও কি ঘরে ফিরবেন?