নিজস্ব প্রতিবেদন : ডাইনি অপবাদ দিয়ে মা ও মেয়ের ওপর অত্যাচারের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিস। জোর করে তাদের মলমূত্র খেতে বাধ্য করা হল। ঝাড়খণ্ডের দুলামি গ্রামের এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, দিন কয়েক আগে আক্রান্তদের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে মারা যান। তার দু'দিন পর একই বাড়ির আরও দুই সদস্য একই রোগে আক্রান্ত হয় মারা যান। এরপরই ওই পরিবারের বাকি সদস্যরা চড়াও হয় বছয় ৬৫-র এই মহিলা ও তাঁর মেয়ের ওপর। তাদের ডাইনি অপবাদ দেওয়া হয়। প্রতিবাদ করায় জোর করে মা ও মেয়েকে মলমূত্র খেতে বাধ্য করা হয়। সেই সঙ্গে নদীর পাড়ে নিয়ে গিয়ে তাঁদের চুলও কেটে দেওয়া হয়।


অত্যাচার সহ্য করতে না পেরে, অবশেষে সোনাহাতু থানায় অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস। এদিকে, এই ঘটনার কথা সোশাল মিডিয়ায় ছড়ানোর পরই প্রতিবাদের ঝড় উঠেছে।


প্রসঙ্গত গত ১৭ বছরে ডাইনি সন্দেহে ভারতে ৫০০-র বেশি মহিলাকে হয় নিগ্রহ করা হয়েছে, না হয় খুন করা হয়েছে।


আরও পড়ুন- রেস্তরাঁয় মারধরের অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা, বহিষ্কৃত ৬ বছরের জন্য