জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের শ্লীলতাহানি করছিল এক যুবক। মেয়ের হাত ধরে টানাটানি করছিল। অভিযুক্ত যুবককে 'উচিৎ শিক্ষা দিতে' মেরে গাছে ঝুলিয়ে দিল মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ে। এই ঘটনায় মা-কে গ্রেফতার করেছে পুলিস। একইসঙ্গে তাঁর ১৪ ও ১৬ বছরের নাবালিকা ২ মেয়েকেও গ্রেফতার করেছে পুলিস। তাদের জুভেনাইল সংশোধনাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক প্রায়শই ওই মহিলার মেয়েকে উত্যক্ত করত। শ্লীলতাহানিও করে মেয়ের। মা হয়ে মেয়ের এভাবে বার বার অসম্মানিত হওয়া কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। আর তাই মেয়ের অসম্মানের বদলা নিতে নিয়ে চরম পদক্ষেপ। অভিযুক্ত যুবককে খুন করেন তিনি। তারপর 'দৃষ্টান্তমূলক' শাস্তি হিসেবে অভিযুক্তের দেহ গাছ থেকে ঝুলিয়ে দেন।


ছত্তীসগড়ের প্রতাপপুরে ১ মে রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় মা-কে গ্রেফতার করেছে পুলিস। সেইসঙ্গে তাঁর  ২ নাবালিকা মেয়ে ও তাঁর ভাইকেও গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত অভিযুক্তের নাম সঞ্জয়। বয়স ৩৫ বছর। ওই মহিলার বাড়ির কাছেই থাকত সে। মাঝে মাঝেই বিভিন্ন তুচ্ছ বিষয়ে ওই মহিলার পরিবারের সঙ্গে বাগবিতণ্ডাতেও জড়ায় সে।


ঘটনার দিন মেয়ের চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির আর বাকি লোকের। মেয়ের চিৎকারে ছুটে আসেন ভাগমান কোরওয়া নামে ওই মহিলা। তিনি এসে দেখেন অভিযুক্ত সঞ্জয় তাঁর মেয়েকে টানতে টানতে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যাচ্ছে। এদৃশ্য দেখে তিনি ও তাঁর ভাই খিরু ছুটে এসে প্রথমে সঞ্জয়কে থামান। তারপর দুজন মিলে অভিযুক্তকে শ্বাসরোধ করে খুন করেন।


ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, শারীরিক নিগ্রহ ও শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। ভাগমান কোরওয়ার বাড়ির সামনের একটি গাছ থেকেই সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। তারপর এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিস। পুলিসের কাছে খুনের কথা স্বীকার করে নিয়েছেন মা ভাগমান কোরওয়া। যদিও তিনি এটাও বলেছেন যে, আত্মরক্ষার্থেই এই খুন। 


আরও পড়ুন, রামলালা-সকাশে ফের! ১৪০ কোটি দেশবাসীর জন্য মঙ্গলকামনা...



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)