ওয়েব ডেস্ক : মাত্র ২০০ টাকার জন্য নিজের কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রামে। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইল্ড লাইন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, দীর্ঘদিন ধরে দারিদ্রসীমার নীচে বসবাস করছেন খনজয় রেয়াং ও তাঁর পরিবার। দু'বেলা দুমুঠো খাবাও জুটেনা তাদের। এই পরিস্থিতিতে নিজের সন্তানকে মানুষ করে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে পেট চালানোর জন্য মাত্র ২০০ টাকার বিনিময়ে কোলের শিশুকে বাবলা নামে এক অটোচালকের কাছে বিক্রি করে দেন রেয়াঙের স্ত্রী।


আরও পড়ুন- উত্তরপ্রদেশ এটিএসের সৌজন্যে পাক গুপ্তচরদের চক্র ফাঁস


ঘটনাটি সামনে আসতেই সেই গ্রামের পঞ্চায়েত প্রধান রেয়াং ও তাঁর স্ত্রীকে ডেকে পাঠান। খবর যায় পুলিস ও চাইল্ড লাইনে। নিজেদের ভুল বুঝতে পেরে শিশুটিকে ফিরিয়ে আনতে চাইছে তার মা ও বাবা। গোটা পরিস্থিতির জন্য শিশুটির মাকে দায়ী করেছে তার বাবা।


এই নিয়ে গত একমাসে ত্রিপুরাতে শিশু বিক্রির দুটি ঘটনা ঘটল।