ব্যুরো: বহু প্রতীক্ষিত মোটর ভেহিকেলস সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে  মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়। সংসদের চলতি অধিবেশনেই পেশ হবে বিল। আইন ভাঙলে কঠোর শাস্তি ও জরিমানার সুপারিশ রয়েছে প্রস্তাবিত বিলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্ঘটনা রুখতে পথ নিরাপত্তায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। হেলমেট ছাড়া পেট্রোল পাম্পগুলিতে বন্ধ হয়েছে তেল দেওয়াও। এবার পথ নিরাপত্তাকেই আরও সুরক্ষিত করতে মোটর ভেহিকেলস সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে আরও সুরক্ষিত হবে পথ নিরাপত্তা। সুরক্ষিত হবেন পথচারীরা। মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতীন গড়করি।



সংশোধনী বিলে শাস্তি ও জরিমানা কঠোর হয়েছে। 


লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এতদিন পাঁচশো টাকা জরিমানা হত। এবার একধাক্কায় তা বেড়ে হচ্ছে ৫০০০ টাকা। 


লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার পরও গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। 


বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানা ১ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে সর্বোচ্চ ৫ হাজার টাকা। 


মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ২ হাজার টাকার বদলে এবার থেকে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। 


রেষারেষি করতে গিয়ে ধরা পড়লে ৫০০ টাকার বদলে জরিমানা লাগবে ৫ হাজার টাকা। 


পারমিটহীন গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। 


অতিরিক্ত পণ্যবহনের ক্ষেত্রে জরিমানা ২ হাজার থেকে বেড়ে হচ্ছে ২০ হাজার টাকা। 


অতিরিক্ত জোরে গাড়ি চালানোর ক্ষেত্রে জরিমানা ধার্য করা হয়েছে ১ থেকে ৪ হাজার টাকা। 


বিমাবিহীন গাড়ির ক্ষেত্রে তিন মাসের জেলসহ ২ হাজার টাকা জরিমানা অথবা শুধু জেল। 


হেলমেট ছাড়া গাড়ি চালালে ২ হাজার টাকা জরিমানার সঙ্গে ৩ মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে। 



কোনও নাবালক বেপরোয়া গাড়ি চালালে জুভেনাইল আইনে তার বিচার হবে। তবে অভিযুক্তের অভিভাবক বা গাড়ির মালিকেরও শাস্তি হবে। এমনকী জেল পর্যন্ত হতে পারে। বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশনও। এছাড়া হিট অ্যান্ড রানের ঘটনায় ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।