নিজের কেন্দ্রে ‘পার্সোনাল অ্যাসিস্টেন্ট’ নিয়োগে সাফাই দিলেন সাংসদ সানি
তিনি বলেন, এমন বিতর্ক সত্যিই দুর্ভাগ্যের। নিজের কেন্দ্রে ‘পার্সোনাল অ্যাসিস্টেন্ট’ নিয়োগ করেছিলাম, শুধুমাত্র ভাল পরিষেবা দেওয়ার জন্য
নিজস্ব প্রতিবেদন: নিজের কেন্দ্রে সাংসদ উপস্থিত না থাকলে, কোনও সমস্যা নেই। সব দায়িত্ব সামলাবেন তাঁর ‘পার্সোনাল অ্যাসিস্টেন্ট’। এমনই ভাবনা থেকে ‘পিএ’ নিয়োগ করেন পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ তথা অভিনেতা সানি দেওল। আর তা নিয়েই বিতর্ক জুড়ে কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, নাগরিকদের প্রতি প্রতরণা করছেন সানি দেওল। আজ তারই জবাব দিলেন ‘গদর’ অভিনেতা।
তিনি বলেন, এমন বিতর্ক সত্যিই দুর্ভাগ্যের। নিজের কেন্দ্রে ‘পার্সোনাল অ্যাসিস্টেন্ট’ নিয়োগ করেছিলাম, শুধুমাত্র ভাল পরিষেবা দেওয়ার জন্য। পার্লামেন্ট বা কাজের জন্য বাইরে গেলে পরিষেবা যাতে বিঘ্ন না হয়, সেই ভেবেই সহকারী নিয়োগ করা। এ বিষয়ে দলের সমর্থন রয়েছে তা জানান সানি দেওল।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গের একাধিক মাদ্রাসা যেন জঙ্গি তৈরির কারখানা, রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের
উল্লেখ্য, সানি দেওল এই প্রথম বিজেপির টিকিটে গুরুদাসপুর কেন্দ্র থেকে সাংসদ হন। কংগ্রেসের সুনীল কুমার জাখরকে প্রায় এক লক্ষ ভোটে হারান তিনি। এর আগে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটেই তিন বারের সাংসদ হয়েছিলেন অভিনেতা বিনোদ খান্না।