নিজস্ব প্রতিবেদন: চিকিত্সার টাকা বাকি ছিল হাসপাতালে। ১১,২৭০ টাকা শেষপর্যন্ত মেটাতে পারেননি ৮০ বছরের বৃদ্ধ। তাই তাঁকে হাসপাতাল থেকে ছাড়েনি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, তাঁকে বেডের সঙ্গে বেঁধেও রাখা হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'আমাদের এত টাকা কই?' ২১ জুলাই ভার্চুয়াল 'শহিদ দিবস' পালন নিয়ে বললেন তৃণমূলনেত্রী


সাংবাদমাধ্যমে সেই খবর জানাজানি হতেই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সিল করে দেওয়া হল হাসপাতালটি। কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে।


মধ্যপ্রদেশের রায়গড় থেকে ৩৮ কিলোমিটার পথ পেরিয়ে পেটের সমস্যা নিয়ে সাঝাপুরের একটি হাসপাতালে ভর্তি হন ৮০ বছরের বৃদ্ধ লক্ষ্মী নারায়ণ। চিকিত্সা চলাকালীন একবার ৬ হাজার ও পরেরবার ৫ হাজার টাকা হাসপাতালে জমা দেন তিনি। কিন্তু ছাড়ার সময় বিল বাবদ আরও ১১,২৭০ টাকা চেয়ে বসে হাসাপাতাল। সেই টাকা মেটাতে পারেনি লক্ষ্মী নারায়ণের পরিবার।


ওই টাকা দিতে না পারায় লক্ষ্মী নারায়ণকে ছাড়তে অস্বীকার করে হাসপাতাল। শুধু তাই নয়, তাঁর পা হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয় যাতে পালাতে না পারেন।


আরও পড়ুন-মিরাকেল! করোনা আক্রান্ত তরুণীর ‘মৃত’ ফুসফুসকে Ecmo সাপোর্টে বাঁচিয়ে তুললেন কলকাতার চিকিত্সকরা


ওই ঘটনায় তোলপাড় হয় রাজ্যে। তড়িঘড়ি ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সিল করা হয় হাসপাতালটি। ঘটনাটি বর্বরচিত ও অমানবিক বলে হাসপাতালতে নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ।