ওয়েব ডেস্ক : নতুন বা বিক্রি না হওয়া পুরনো পণ্যের গায়ে GST সহ নয়া দাম না লিখতে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছে সরকার। GST-র আওতায় রয়েছে এমন পণ্যের গায়ে যদি সংশোধিত দাম না লেখা হয়, তাহলে হাজতবাস হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে MRP উল্লেখ বাধ্যতামূলক করল সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮-র জানুয়ারি থেকে অনলাইনে জিনিস বিক্রির ক্ষেত্রে প্রতিটি ই-কমার্স কোম্পানিকে উল্লেখ করতে হবে কোনও জিনিসের MRP। সেইসঙ্গে উল্লেখ করতে হবে ম্যানুফাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, নেট কোয়ান্টিটি , কোন দেশে তৈরি ও কাস্টমার কেয়ারের ডিটেইলস। লিখতে হবে বড় বড় হরফে, যাতে সহজেই ক্রেতার চোখে পড়ে। নতুন নিয়মের সঙ্গে সাযুজ্যে আসার জন্য সময়সীমা দেওয়া হয়েছে ৬ মাস।


আরও পড়ুন, রেস্তরাঁয় সার্ভিস চার্জ নিলে সোজা আদালতে যান : কেন্দ্র