নিজস্ব প্রতিবেদন: বিতর্কের মধ্যেই থাকতে ভালোবাসেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এবার জিন্নাহ-র হয়ে ব্যাট ধরলেন ফারুক। তাঁর দাবি মুসলিমদের জন্য পৃথক কোনও রাষ্ট্রের দাবি জিন্নাহ প্রথমে করেননি। বরং দেশভাগ হয়েছিল দেশের তৎকালীন নেতাদের জন্যই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস


সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্তব্য করতে গিয়ে ফারুক আবদুল্লা মন্তব্য করেছিলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের বাপের সম্পত্তি নয়।’ এবার দেশভাগ নিয়ে বলতে গিয়ে রবিবার ফারুক বলেন, ‘জিন্নাহ দেশভাগ চাননি। তাঁর দাবি ছিল সংসদে মুসলিমদের বিশেষ প্রতিনিধিত্ব থাকবে। জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল ও মৌলানা আদাজ কেউই ওই দাবি মানেননি। সেই দাবি না মানাতেই পাকিস্তানের সৃষ্টি।’


উল্লেখ্য, গত নভেম্বর মাসে ফারুক আবদুল্লা প্রকাশ্যে মন্তব্য করেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের সম্পত্তি। তিনি বলেন, এই উপমহাদেশে শান্তি আনতে গেলে দুই কাশ্মীরকেই স্বায়ত্বশাসন দিতে হবে।