UP Assembly Polls 2022: বিজেপিতে জারি দল ছাড়ার হিড়িক, এবার পদত্যাগ আরও ২ বিধায়কের
গত তিনদিনে আট বিধায়ক বিজেপি (BJP) ছাড়লেন
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ ভোটের (Uttar Pradesh Assembly Polls 2022) আগে বিজেপিতে ভাঙন অব্যাহত। বৃহস্পতিবার গেরুয়া শিবিরে জোড়া ধাক্কা। প্রথমে বিজেপি ছাড়লেন শিকোয়াবাদের বিধায়ক মুকেশ বর্মা (Mukesh Verma)। এরপর ইস্তফা দিলেন বিধায়ক বিনয় শাক্য (BJP MLA Vinay Shakya)।
এই নিয়ে গত তিনদিনে আট বিধায়ক বিজেপি (BJP) ছাড়লেন। যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) সরকারের বিরুদ্ধে দলিত এবং পিছিয়ে পড়া জাতের মানুষদের অবহেলা করার অভিযোগ করেছেন শিকোয়াবাদের বিধায়ক মুকেশ বর্মা। উত্তরপ্রদেশের বিজেপি সরকার কৃষক এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে বলে তাঁর দাবি। তিনি জানান, আম্বেদকরের সংবিধানকে আঘাত করেছে বিজেপি। পাঁচ বছরে একমাত্র নিজেদের বিকাশ করেছে গেরুয়া শিবির। ৭০ বছরে যা হয়নি, গত পাঁচ বছরে বিজেপির তার চেয়ে বেশি দলীয় কার্যালয় নির্মিত হয়েছে। প্রতি জেলায় বিজেপির দুটো করে দলীয় কার্যালয় রয়েছে। কিন্তু দরিদ্র মানুষ অবহেলিত।
বিজেপি ছাড়লেন বিধায়ক বিনয় শাক্য (BJP MLA Vinay Shakya)। পিছিয়ে পড়া বর্গের পরিচিত মুখ তথা বিজেপি বিধায়ক স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya) দল ছাড়ায় তিনিও বিজেপি ছেড়েছেন বলে জানান বিনয় শাক্য।
গত মঙ্গলবার থেকে বিধায়কদের বিজেপিত্যাগের (BJP) হিড়িক লেগেছে। প্রথমে দল ছাড়েন যোগী মন্ত্রিসভার সদস্য স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। এরপর দলত্যাগ করেন অবতার সিং বন্দনা। সমাজবাদী পার্টির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকদল যোগ দিচ্ছেন তিনি। এছাড়া বিজেপি বিধায়ক ব্রজেশ প্রসাদ, রোশনলাল বর্মা, ভগবৎ সাগর এবং বিনয় বর্মাও গেরুয়া শিবির ছেড়ে দেন।
আরও পড়ুন: গণধর্ষণের পর গোপনাঙ্গে ঢোকানো হল ধারাল অস্ত্র, Rajasthan-এ আশঙ্কাজনক নাবালিকা