ওয়েব ডেস্ক: সংখ্যালঘু মহিলাদের শিক্ষাঙ্গনে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খোলা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের মতো স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেখানে সংখ্যালঘু মহিলাদের ৪০ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোটা দেশে নবোদয় বিদ্যালয়ের মতো প্রায় ১০০টি স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি খোলা হবে সংখ্যালঘুদের জন্য পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, "সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নবোদয় বিদ্যালয়ের মতো ১০০টি স্কুল খুলতে চলেছে সরকার। আমরা সংখ্যালঘুদের উন্নয়ন চাই। এজন্য শিক্ষাক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে। মহিলারা ‌যাতে পড়াশুনো চালাতে পারেন, সেজন্য সংরক্ষণের ব্যবস্থা করছে সরকার।"


মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের গঠিত উচ্চপ‌র্যায়ের কমিটি অতিসম্প্রতি তিন ধাপে শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছে। বিশেষ করে মুসলিমদের শিক্ষার উন্নয়নে জোর দিয়েছে কমিটি। কেন্দ্রীয় বা নবোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ মেনেই এবার সংখ্যালঘুদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। 


আরও পড়ুন,ঋণ খেলাপির ফাঁসে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া