নিজস্ব প্রতিবেদন: বাংলার রাজনীতির বড় ব্যক্তিত্ব। ৩৪ বছর ধরে জন নেতা। কলকাতা পুরসভার মেয়র ছিলেন। শোভনকে বিজেপিতে টেনে দীর্ঘদিনের সহযোদ্ধাকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুকুল রায়। একইসঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন, শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা পুরসভার নির্বাচন জিততে চাইছে বিজেপি।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা পুরভোট আসন্ন। কলকাতা পুরসভার দখল নিতে মরিয়া গেরুয়া শিবির। ওই পুরসভার মেয়র পদে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে মুখ করেই কি পুরভোটে যেতে চলেছে বিজেপি? সাংবাদিকদের এমন প্রশ্ন সরাসরি নাকচ করে দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,'এখনই এসব নিয়ে ভাবছি না।'
   


শোভন চট্টোপাধ্যায় যোগদানের পর কলকাতা পুরসভার প্রসঙ্গ টেনেছেন মুকুল রায়। দাবি করেছেন, কলকাতা পুরসভার ভোট যখনই হোক না কেন, জিতবে বিজেপিই। মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় ফিরছেন না বলেও দাবি করেছেন মুকুল। বলেন, 'আসন্ন বিধানসভা ভোটে মমতার দল বিরোধী দলের তকমাও পাবে না।' 


শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করে মুকুল রায় বলেন, 'শোভন চট্টোপাধ্যায় ৩৪ বছর ধরে রাজনীতি করছেন। বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।' এর আগে দিলীপ ঘোষও জানিয়েছিলেন, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে সকলে মিলেই সিদ্ধান্ত হয়েছে। তিন আসলে লাভবান হবে বিজেপি। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় দলে যোগদান করায় বিজেপির বুদ্ধিজীবী সেলের শক্তি আরও বাড়বে বলে মনে করেন মুকুল রায়। 


আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে ভোটাধিকার কেন কাড়া হল, দলে প্রশ্ন তুলেছিলাম, বিস্ফোরক শোভন